বিবিসিতে প্রকাশিত গোমুত্রের বিজ্ঞাপন |
অপসাংবাদিকতার দাঁত ভাঙ্গা জবাব দিলেন প্রতিবাদকারীরা। ২৯ জুনের এক স্টোরিতে বিবিসি বাংলার অনলাইন সংস্করনে দাবি করা হয়েছে গোমুত্রে স্বর্ণের উপস্থিতি পেয়েছেন বিজ্ঞানীরা। যদিও মূল সংবাদে বলা হয়েছে 'ভারতের একদল বিজ্ঞানী এমন দাবি করেছেন'।