Mar 30, 2016
‘ভারত মাতা’র ধারনা বিদেশী আমদানিঃ উপমহাদেশে এর কোন ভিত্তিই নাই!
‘ভারত মাতা’ ধারণাটি উপমহাদেশীয় কিছু নয়। এর উদ্ভব ইউরোপে - এমনটাই জানালেন ভারতের প্রখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ইরফান হাবিব। তার মতে, ভারতের জনপ্রিয় রাজনৈতিক স্লোগান ‘ভারত মাতা কি জয়’ ভারতের নিজস্ব নয়, বরং ধারণাটি ইউরোপ থেকে ধার করা।
বাংলাদেশে দুই নেতার ক্রস ফায়ার আশংকাঃ স্যোসাল মিডিয়ায় সমালোচনার ঝড়
স্টাফ রিপোর্টার, জাস্টনাউবিডি২৪
এবার বাংলাদেশের ঝিনাইদহ জেলায় দুই শিবির নেতাকে নিয়ে আশংকা দানা বেঁধেছে। কালীগঞ্জ উপজেলা শিবির সভাপতি আবু জরের পরিবার অভিযোগ করে বলছে, তাদের ছেলেকে গত ১৮ মার্চ ডিবি পুলিশের একটি দল ধরে নিয়ে যায়। এরপর থানায় যোগাযোগ করা হলেও বরাবর গ্রেফতারের বিষয়টি অস্বীকার করে আসছিলো পুলিশ। এরই ঠিক এক সপ্তাহের মাথায় ২৫ মার্চ তারিখে একই জেলায় আরেক শিবির নেতা মোহাম্মদ শামীমকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে।
Subscribe to:
Posts (Atom)