শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Feb 7, 2016

'পুলিশের পোশাক বদলে যাচ্ছে!'

বিশেষ বিশ্লেষণ,
জাস্টনাউবিডি ২৪


গে পুলিশ দেখলে মানুষের আত্মায় পানি থাকত না! জমের মত ভয় পেত সাধারন মানুষ থেকে শিশুরা পর্যন্ত। কথায় কথায় মানুষ বলত, 'আকাশের যত তারা পুলিশের তত ধারা'। গ্রাম থেকে শহর, সব খানেই এখন পুলিশের প্রতি অতিভীতি কমে গেছে। ঐ পোশাকের আড়ালে থাকা লোকটাও যে রক্ত-মাংসের মানু্‌ষ; তা এখন সবাই বুঝতে পারেন। এখন পুলিশকে সহজে ম্যানেজ করার প্রক্রিয়াও মানুষ জানে। তাই কখনো একটা বিড়ি দিয়েও পুলিশভীতি দূর করা সম্ভব। অলি-গলিতে পুলিশ দেখে 'ঠোল্লা' 'ঠোল্লা' বলে পুলিশ খেপানোর মত পোলাপানও মহল্লায় দেখা যায়।

Feb 4, 2016

এরশাদের সঙ্গী হতে রওশনের অফসোসঃ 'নাটক চলবে'?

বিশ্লেষণ,
জাস্টনাউবিডি২৪

'ডিগবাজি' কিয়া হ্যায়? 

দেশজুড়ে জাতীয়পার্টি আবারও আলোচনায়। বেশ ভালো টাইমিং। 

জাতীয় ইস্যুর ব্রেকিং প্রিয়ডে জাতীয় পার্টি 'টক অব দ্য কান্ট্রি'। 

চলছে ভাঙ্গা-গড়া আর মচকানোর নাটক/পাল্টা নাটক। 


Feb 2, 2016

'সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে জিকা ভাইরাস'

কল্পনা মুখার্জীর বোধকল্প, জাস্টনাউবিডি২৪

অবাক হবার কিছু নেই! পুঁজিবাদী বিশ্বব্যবস্থা 'ভাইরাসকে'ও আর্থিক মূল্যে মেপে আসছে।

যেমন ধরুন, কিছুদিন আগে জন্ম নেয়া ইবোলা ভাইরাস হল 'গরিব ভাইরাস'।