বিশ্লেষণ,
জাস্টনাউবিডি২৪
দেশজুড়ে জাতীয়পার্টি আবারও আলোচনায়। বেশ ভালো টাইমিং।
জাতীয় ইস্যুর ব্রেকিং প্রিয়ডে জাতীয় পার্টি 'টক অব দ্য কান্ট্রি'।
চলছে ভাঙ্গা-গড়া আর মচকানোর নাটক/পাল্টা নাটক।
সর্বপ্রথম এরশাদের ভাই জিএম কাদেরকে গঠনতন্ত্রের বাইরে গিয়ে 'কো-চেয়ারম্যান' পদে নিযুক্তির ঘোষণা। এর মধ্য দিয়ে এবারকার নাটকের সূত্রপাত।
পার্টির অভ্যন্তরে স্বাভাবিক ভাবেই স্পষ্ট দুই গ্রুপ থাকার সংবাদ প্রচার পেতে শুরু করেছে।
যদিও কোন কোন ঝানু রাজনীতি বিশ্লেষক এসব ঘটনাকে নাটকের বাইরে আর কিছু ভাবতে নারাজ।
'সরকারে থাকা না থাকা নিয়ে নয়, কিংবা দলের কো-চেয়ারম্যান ইস্যুই ফ্যাক্ট নয়। নিছক জাতীয় পার্টিকে মঞ্চে আনার কৌশল' বলে পর্যবেক্ষণ তাদের।
নতুন ফর্মেটও বাজারে এসেছে, এইবার। এরশাদ বনাম রওশন থেকে 'এরশাদ-রওশন' বনাম ছায়াশত্রুর নাটক মঞ্চস্থ হতে শুরু করেছে সম্প্রতি।
প্রচার পাচ্ছে, খোদ এরশাদ ও রওশনকে বাদ দিয়েও জাতীয় পার্টির ভাঙ্গন হতে পারে!
তবে তো 'শেষ হইয়াও হইলোনা শেষ' অবস্থা!
এদিকে আপাতত এরশাদ ও রওশন ক্লাইমেক্স-এন্টি ক্লাইমেক্স মেশানোর পর্ব শেষ হতে চলেছে।
আজই ঢাকা উত্তর জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে 'লাইভ ফোনালাপ' প্রকাশ করলেন রাজনৈতিক অভিনেতার খ্যাতি পাওয়া হুসাইন মোহাম্মাদ এরশাদ।
আজই ঢাকা উত্তর জাতীয় পার্টি আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে 'লাইভ ফোনালাপ' প্রকাশ করলেন রাজনৈতিক অভিনেতার খ্যাতি পাওয়া হুসাইন মোহাম্মাদ এরশাদ।
মঞ্চে রওশনের সাথে এরশাদের অভিমানি কথপোকথনে স্পষ্ট ঐক্যের সুর।
রওশন তার স্বামী এরশাদের সাথে একই মঞ্চে আসতে না পেরে ব্যাথিত। এরশাদের কাছে আজ জানতে চাইলেন 'কেন তাকে সংবর্ধনায় আনা হলনা?'
মঞ্চে লাইভ ফোনালাপ বলে কথা! দর্শক মহলে মুহুর্মুহু তালি থাকতেই পারে। হ্যাপি এন্ডিং এরশাদ-রওশন নাটক।
এরই মাঝে পার্টির প্রেসিডিয়াম একমত যে, তারা সবাই মন্ত্রীত্ব ছাড়ছেন।
তবে হচ্ছে কী?
বিশ্লেষণ অঙ্গনে দূর্বল মেকাপ দিয়ে নাটক জমে উঠুক কিংবা না-ই উঠুক। জাতীয় পার্টি 'সরকারের' বাইরে যাবেনা।
প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া খোদ এরশাদ, বিশেষ দূতিয়ালির পদ ছাড়ছেন না।
প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া খোদ এরশাদ, বিশেষ দূতিয়ালির পদ ছাড়ছেন না।
'প্রধানমন্ত্রীর সম্মান রক্ষার কাজটি' নিজের দ্বায়িত্ব হিসেবেই নিতে চান তিনি।
ব্যাক্তিগত পিস্তলের সাহায্যে সুইসাইড থেকে হাসপাতাল নাটক। সেই নাটকের পরবর্তী পর্বে 'জোর করে সংসদ সদস্য বানানোর' পর্ব।
নাটকের ধারাবাহিকতায় আজকের ফলাফল হল, 'প্রধানমন্ত্রী আমাকে সম্মানিত করেছেন'। প্রধানমন্ত্রীর 'বিশেষ দূত' পদ আকড়ে থাকা সংক্রান্ত বক্তব্য এটি!
এরই মাঝে পার্টির সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর স্বাক্ষাত চেয়ে আবেদন গেছে ক্রমান্বয়ে রওশন এবং এরশাদ দুজনেরই তরফ থেকে।
সব মিলিয়ে প্রশ্ন একটাই- এত গ্যাঞ্জাম তাহলে কিসের?
ঘুরে ফিরে সমস্যার সবটুকুতে- সরকারই জাতীয় পার্টি, জাতীয় পার্টিই সরকার!
আজকের সংবর্ধনা সভায় সংবর্ধিত হচ্ছেন নতুন কো-চেয়ারম্যান এবং মহাসচিব। রওশনের লাইভ ফোনালাপ হয়েছে তাদের আশির্বাদ।
এরপর কী? জাতীয় পার্টি নাটক তবে শেষ হল?
জাতীয় পার্টি নিয়ে যেকোন প্রশ্নের জবাব পাওয়া দায়।
তবে এই প্রশ্নটির ক্ষেত্রে দীর্ঘ সিরিয়ালের বিশেষত্ব মানলে বলতে হবে, 'নাটক শেষ হয়নি'।
তবে এই প্রশ্নটির ক্ষেত্রে দীর্ঘ সিরিয়ালের বিশেষত্ব মানলে বলতে হবে, 'নাটক শেষ হয়নি'।
সামনেই আসতে পারে 'এরশাদ-রওশন' বিরোধী বড় ফর্মেটের নূতন রেসিপি।
শক্তিশালী পর্যবেক্ষদের দৃষ্টিভঙ্গি মতে এগুলো বলা যায়, এখন নতুন সিরিয়ালের লাভ-ক্ষতির সম্ভাব্যতা নিয়ে পার্টির 'ভেতর পর্ব' চলছে। নাটক পাড়ার ভাষায়- রিহার্সাল।
অবশ্য তা প্রচারের ক্ষেত্রে দর্শকের অবসর সময়টাই প্রাধান্য পাবে।
এর মাঝে, বড় কোন রাজনৈতিক ইস্যুর উত্থান না হলে। কিংবা বড় কোন ইস্যুর সমাপ্তি হলে জাতীয় ক্লান্তি ঝেড়ে ফেলতে নতুন রাজনৈতিক রেসিপির দেখা মিলতে পারে।
এর মাঝে, বড় কোন রাজনৈতিক ইস্যুর উত্থান না হলে। কিংবা বড় কোন ইস্যুর সমাপ্তি হলে জাতীয় ক্লান্তি ঝেড়ে ফেলতে নতুন রাজনৈতিক রেসিপির দেখা মিলতে পারে।
-সূতরাং, জাতীয় পার্টির নাটক যে শেষ হচ্ছেনা, তা এখনই বলা যায়।
-জাস্টনাউবিডি২৪
এরশাদ চাচা আর রওশন চাচি বুড়া বয়সে দারুন জমাইছে। বাংলা সিনেমা লেখলে চলবে ভরপুর!
ReplyDelete