কল্পনা মুখার্জীর বোধকল্প, জাস্টনাউবিডি২৪
অবাক হবার কিছু নেই! পুঁজিবাদী বিশ্বব্যবস্থা 'ভাইরাসকে'ও আর্থিক মূল্যে মেপে আসছে।
যেমন ধরুন, কিছুদিন আগে জন্ম নেয়া ইবোলা ভাইরাস হল 'গরিব ভাইরাস'।
কঙ্গোতে জন্ম নিয়ে ওবামার আমলেও 'হোয়াইট হাইজে' প্রবেশের জন্য বেগ পেতে হয় তাকে। শুধু ঐ ভাইরাসের জন্মস্থানের কারনেই বিশেষত আমেরিকাসহ হোয়াইট দেশগুলোতে নিষিদ্ধ হতে থাকে আফ্রিকান দেশের পর্যটকগণ।
জিকা ভাইরাস সোনার চামচ মুখে দিয়ে জন্মেছে বলেই, আমেরিকান ও ল্যাতিন আমেরিকান হোয়াইটরা বিশ্বের 'ব্ল্যাক হাউজ' কিংবা 'গ্রে হাউজ' গুলোতে প্রবেশে কড়াকড়ির মুখোমুখি হবেনা।
জিকা ভাইরাস যে 'হোয়াইট হাউজ' প্রোডাকশন!
দুই.
বিশ্বব্যাপী হোয়াইট, গ্রে, ব্ল্যাক সবই কিন্তু মূলত পুঁজিবাদ।
বর্ণবাদ বিষয়টা পুঁজিবাদের জন্ম দেয়া সন্তান!
অনেক আগে জিকা ভাইরাসের মতই হোয়াইট হাউজে জন্মানো- 'বর্ণবাদ' নামক ভাইরাসটি দূর্দান্ত প্রতাপে বিশ্বব্যাপী ছড়িয়েছে।
এবার বিশ্বস্বাস্থ সংস্থা জিকা ভাইরাসের জন্য সারা বিশ্বকেই হুমকিগ্রস্থ বলে আখ্যা দিয়ে রাখল। পূঁজিবাদ বহনকারী সাদার ভ্রমন বিশ্বময়। তাই জিকার ভ্রমনও বিশ্বময় হবে। হতেই হবে!
জয়তু পুঁজিবাদ! আমার ঘরে এসো!
-জাস্টনাউবিডি২৪
ভালো বিশ্লেষণ। যথারীতি শুভেচ্ছা!
ReplyDelete