‘গোপাল
ভাড়ের ডাক্তার হয়ে ওঠার গল্প’
কোন
এক অশান্তির দেশে ছিলো এক আযব রানী। এবার মহারাজ কৃষ্ণ চন্দ্রের কাছে আবেদন এলো
সেখান থেকে। “গোপাল ভাড়কে কিছু সময়ের জন্য চাই! রানীর চিকিৎসার ভার নিতে হবে তাকে”।
ঘটনা
হল,
এমনিতেই
অশান্ত দেশ, সাথে অশান্ত রাজ্য সভায় ‘প্রাণ’ নিয়ে চিন্তিত ছিলেন রানী হাসতারি রায়। অগ্রহনযোগ্য শাসনের কারনে এমনিতেই খাদ্য
গ্রহণে প্রচন্ড বাছবিচার করতে হত তার। দাসীদের খাইয়ে
তারপর মুখে খাবার উঠত।
এসময়ই
তার ভাবনা, অসুখে পড়লে তার কী উপায় হবে?