শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Jan 11, 2016

নাম নিয়ে অস্বস্তি প্রকাশ করল আওয়ামীলীগঃ গালি হিসেবে হচ্ছে ব্যবহার!

বিশেষ রিপোর্ট, জাস্টনাউবিডি২৪


ব্যাপক সরকার বিরোধীতার মুখে পড়ে অনলাইন মাধ্যম গুলো বন্ধ করে দেয়ার পর, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে ক্ষমতায় আসা আওয়ামীলীগ এবার অনলাইনে সমর্থক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

একটি শক্তিশালী সাইটের মাধ্যমে জোরালো অনলাইন রাজনীতিতে আগ্রহী হয়েছে তারা।
এজন্য আলাদা করে একটি সাইট ক্রয় করা হয়েছে।
গুরুত্বপূর্ণ ব্যাপার হল, সেই সাইটের এড্রেস হিসেবে সংক্ষেপে আওয়ামীলীগের নাম ব্যবহার করতে গিয়ে অস্বস্তির প্রকাশ ঘটিয়েছে বাংলাদেশের প্রাচীন রাজনৈতিক দল আ-লীগ। 

এড্রেসে দেখা গেছে, 'বাংলাদেশ আওয়ামীলীগ' এর সরাসরি এব্রিভিয়েশনে না গিয়ে পাশ কাটিয়ে গেছে তারা।
ফলে, বহুদিন থেকেই নানান আঙ্গিকে বিতর্ক সৃষ্টিকারী পরিচয় নিয়ে প্রকাশ্যে মুখ না খুললেও, প্রধান পরিচয় তথা নাম নিয়েই দলটির চরম বেকায়দা অবস্থা প্রকাশ হয়ে পড়ল।

যেখানে নতুন সাইটের নাম দেয়া হল- albd.org

বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর নাম নিয়ে বিধান ঘেঁটে দেখা যায়, ১/১১-র পর রাজনৈতিক দলগুলোর নামের ক্ষেত্রে 'বাংলাদেশ' শব্দটিকে শুরুতে আনার শর্তে নিবন্ধন অব্যাহত রাখার শর্ত আরোপ করেছিলো বাংলাদেশ নির্বাচন কমিশন। 

সেসময় জামায়াত সহ কিছু রাজনৈতিক দলকে নতুন করে নামে পরবর্তন এনে নিবন্ধন ধরে রাখতে হয়েছিলো। 

বিশ্ময়কর এই এব্রিভিয়েশনটি প্রচার করে আ-লীগ কার্যত সেই নিয়মকেও বৃদ্ধাঙ্গুলি দেখালো বলে মন্তব্য করছেন বিশিষ্টজনরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত বিশিষ্ট একজন রাষ্ট্রবিজ্ঞানী নাম প্রকাশ না করার শর্তে জানান, "albd দিয়ে তারা বাংলাদেশকে পেছনে ফেলেছে। 

যার অর্থ, একই সাথে তারা এব্রিভিয়েশনে এসে তাদের নাম পাল্টে 'আওয়ামীলীগ বাংলাদেশ' হিসেবে প্রচার করেছে।
অথচ নিবন্ধন শর্ত পূরণ করে নামের এভ্রিবিয়েশনে তাদেরকে bal এব্রিভিয়েশন করতে হবে।"

উল্লেখ্য, বহুদিন থেকেই 'বাংলাদেশ আওয়ামীলীগের' সংক্ষেপন করে ব্যাঙ্গ বিরোধীতা করে আসছে আ-লীগের বিরোধি পক্ষগুলো। 
এতে প্রচন্ড বিব্রত হয়ে থাকেন ঐ দলটির সকল পর্যায়ের নেতাকর্মীরাই।
পাশাপাশি Bangladesh Awami League নামটি নিয়ে রয়েছে জোরালো বিতর্ক। 
পাকিস্থানের অন্ধ বিরোধীতাকারী হিসেবে পরিচিত রাজনৈতিক দলের মধ্যনাম 'আওয়ামী' শব্দটি সরাসরি উর্দূ থেকে নেয়া হয়েছে।
জাস্টনাউবিডি২৪

2 comments:

  1. হা হা হা

    ReplyDelete
  2. আওয়ামীলীগ শব্দটা একটা গালি। এইটা উর্দু গালি।

    ReplyDelete