শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Jul 4, 2016

এবার টার্গেট যমুনা ফিউচার পার্ক? হতবিহ্বল বাংলাদেশ।

জাস্ট নাউ বিডি ২৪

তুন এক টুইটার একাউন্ট ঘিরে আতঙ্ক বাংলাদেশে! নজীর বিহীন জঙ্গি হামলায় ক্লান্ত মানুষ এমন খবরের জন্য মোটেও প্রস্তুত নন! ক্ষত শুকাতে না শুকাতেই নতুন করে হামলার হুমকি কথিত আইএসের নতুন এক টুইটার থেকে। এবার কিনা টার্গেট দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং কমপ্লেক্স যমুনা ফিউচার পার্ক!

মাইক্রো ব্লগিং টুইটারে গতকালই রাত ১১ টা ৩৬ মিনিটে খোলা ওই আইডিতে হুমকি- "WE ARE ISIS"!


সাথে কালো পোস্টারে দলের লোগো! সেখানেই ঠিক রাত ১১ টা ৪৯ মিনিটে পোস্ট করা হয়েছে- "Next Attack Jamuna Future Park #Mission20July"!!



তার অর্থ হল, আগামী ২০ জুলাই আরেকটি হামলার তারিখ! এবার আরবি নামের সম্পূর্ণ নতুন একটি একাউন্ট থেকে এই হুমকি! পুলিশের নিরবতায় কারো যেন মাথায় খেলছে না কোন উত্তর।

এর আগের আক্রমণেও টুইটারের একটি একাউন্ট থেকে হামলার হুমকি দিয়ে পোষ্ট করা হয়েছিলো। যদিও ঐ হামলার ঠিক ২ ঘন্টা আগেই তা সরিয়ে নেয়া হয়।

ফলে নতুন করে দেয়া হুমকিকে বেশ গুরুত্বের সাথে নিচ্ছেন দেশের নিরাপত্তা সংশ্লিষ্টরা।

যদিও জাস্টনাউবিডির পর্যবেক্ষণের মাঝেই আজ রাত ৩ টা ২১ মিনিট থেকে নতুন হুমকি সম্বলিত পেজটি আনপাবলিশ করে দেয়া হয়।



বাংলাদেশে তুমুল বিতর্ক এদিকে বাংলাদেশে জঙ্গি হামলা নিয়ে বহুমুখী জল্পনা কল্পনা দানা বেঁধেছে। এর মাঝে সবচেয়ে আচোলিত দুটি বিষয়ের একটি বেসরকারী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এর একজন কর্মকর্তাকে ঘীরে।

যাকে শুরুতে একজন জিম্মি মনে করা হলেও, কিছু ছবির কারনে এখন তাকেই ঐ হামলার মূল নির্দেশক বলে ব্যাপক ভিত্তিক সন্দেহ করা হচ্ছে! বাংলাদেশী স্যোসাল মিডিয়ায় এ নিয়ে চলছে তীব্র বাদানুবাদ।

অন্য আরেকটি আলোচনা পুলিশী ছবিতে অনুপস্থিত রোহানকে ঘীরে। বাংলাদেশ সরকার এই জঙ্গিকে লুকাতে চাইছে বলে এরই মাঝে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

এছাড়া দেশটিতে তুমুল সমালোচিত গোষ্ঠী গনজাগরন মঞ্চের এক খন্ডের নেতা ইমরান সরকারের দিকেও তথ্য গোপনের অভিযোগ।


জঙ্গি সদস্য রোহান 

আলোচিত জঙ্গি রোহানের বাবা একজন প্রভাবশালী সরকারী নেতা। ঘটনার পর থেকে তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছেনা।

উল্লেখ্য, এ পর্যন্ত প্রকাশিত ৫ জন জঙ্গির কাউকে সে দেশের কোন রাজনৈতিক ইসলামী সংগঠনের কর্মী বলে সনাক্ত করা যায়নি।

এমনকি তারা কোন ইসলামী স্কুলেরও ছাত্র ছিলেন না। যদিও হামলার শুরু থেকেই সরকারি একটি প্রভাবশালী অংশ তাদেরকে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে জড়িয়ে স্বাক্ষাৎকার প্রদান করেন।

ইতালির সরকার এই জঙ্গি হামলাকে বাংলাদেশের অপরাজনীতির ফল বলে আখ্যায়িত করেছে।

-জাস্টনাউবিডি

7 comments:

  1. শেষ করে দিলো দেশটাকে

    ReplyDelete
    Replies
    1. অসহ্য ভাই!

      Delete
  2. আওয়ামীলীগের চেয়ে বড় জঙ্গি আর নাই।

    ReplyDelete
  3. রোহানের বিষয়টা রহস্যজনক। জাস্টনাউবিডি@ আপনারা এই বিষয়ে ভালো করে অনুসন্ধান করুন। সে কিন্তু ভারতে গিয়ে আত্মগোপন করে। আবার পুলিশও জানিয়েছে এইসব জঙ্গিরা বিদেশে পলাতক ছিলো। মে বি ভারতেই জঙ্গিদের আস্তানা রয়েছে। এরা সেখানেই আত্মগোপনে ছিলো।

    ReplyDelete
  4. কুত্তার বাচ্চা জঙ্গি তোরা মরবি। তোদেরকে তোদের বাপ গোয়াজমের কাছেই যেতে হবে। এমন একটা সময়ে সরকারে বিরুদ্ধে মিথ্যাচার করস!

    ReplyDelete
    Replies
    1. তুই আওয়ামীলীগ। তুই মানুষ না।

      Delete