বাঁধন, শুভগত, কায়েস,
জাস্টনাউবিডি২৪
ভয়াবহ জঙ্গি হামলার ভেতরেই নতুন ইস্যুতে প্রথম আলো পুড়ছে বাংলাদেশে |
হঠাৎ আশা ভঙ্গের ঘোরে ভারত-বাংলাদেশের মুসলিমগণ। যদিও মুসলিম সমাজে মিঃ নায়েকের বিরোধীতাকারী একটি ক্ষুদ্রতম গ্রুপ আগ থেকেই তৎপর ছিলো। মূলত, বিশেষ ভাবে তৎপর ছিলো দুই দেশের হিন্দুত্ববাদী একাধিক সংগঠন।
ডাঃ নায়েক হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মাঝেই তীব্র জনপ্রিয়তা গড়ে তুলতে স্বক্ষম হয়েছেন। খোদ ভারতেই হিন্দু সম্প্রদায়ের একটি শ্রেণী মিঃ নায়েককে ভগবান বলে পূঁজো করছেন। অন্যদিকে, পুরো মুসলিম বিশ্বেই প্রবল প্রভাবশালী এই ব্যাক্তিত্ব।
ডাঃ নায়েক হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মাঝেই তীব্র জনপ্রিয়তা গড়ে তুলতে স্বক্ষম হয়েছেন। খোদ ভারতেই হিন্দু সম্প্রদায়ের একটি শ্রেণী মিঃ নায়েককে ভগবান বলে পূঁজো করছেন। অন্যদিকে, পুরো মুসলিম বিশ্বেই প্রবল প্রভাবশালী এই ব্যাক্তিত্ব।
হঠাৎ করেই তার নামের আগে ‘বিতর্কিত’ শব্দটি যুক্ত করতে চাইছে বাংলাদেশ-ভারতীয় মিডিয়ার একাংশ। এক্ষেত্রে ব্যবহার হচ্ছে গুলশান কান্ড। অভিযোগ- গুলশান হামলাকারী আওয়ামীলীগ নেতার ছেলে জঙ্গি সোহান মিঃ নায়েকের ভক্ত ছিলো! ‘জাকির নায়েকের উৎসাহেই জঙ্গি হয়েছে সোহান’ এমন একটি কথাকে প্রচলন করা হচ্ছে।
ওদিকে যে বাংলাদেশের নামে ভারত সরকার পিস টিভি বন্ধের বক্তব্যে তা দিচ্ছে, সেই বাংলাদেশই এখন পর্যন্ত চ্যানেলটি বন্ধ করেনি। এক্ষেত্রে বাংলাদেশ সরকারের অবস্থান বেশ দোটানা। বলা হচ্ছে, 'পরিস্থিতি পর্যবেক্ষণে আগ্রহী তারা'। অন্যদিকে হুট করে পিস টিভি বন্ধ হয়ে যাওয়ায় আন্দোলনের উপায় খুঁজতে শুরু করেছেন ভারতীয় মুসলিম সম্প্রদায়।
ভারতের প্রভাবশালী মুসলিম নেতা ওয়াইসি |
পিস টিভি বন্ধের পরপরই ভারতীয় মুসলিমদের প্রভাবশালী নেতা ওয়াইসি আইএস এর বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন। আইএসকে ‘জাহান্নামের কুকুর’ বলে প্রকাশ্য উচ্চারণ করেন তিনি। মুসলিম জনগোষ্ঠীর মাঝে, বিশেষত সভ্য সমাজে গালিকে আলাদা ভাবে অপমানজনক জ্ঞাণ করা হয়। তাছাড়া বিশেষ ঐ প্রাণীর নাম উচ্চারণে সর্বাধিক সচেতনতা রক্ষা করে চলেন তারা। যদিও প্রচন্ড ক্ষোভের মুহুর্তে ঠিক বাধাহীন ভাবে গালি উচ্চারণের পুরনো অভ্যাস দেখা যায় এদের ভেতর। পিস টিভি বন্ধের প্রতিবাদে ভারতীয় মুসলিম সমাজের তীব্রতর প্রতিক্রিয়া হিসেবেই পর্যবেক্ষণ করা হচ্ছে ওয়াইসির এই ক্ষোভকে।
অন্যদিকে বৃহৎ সংগঠন জামাতে ইসলামী হিন্দ আগেই ঘোষণা করেছে, তারা ভারত সরকারের অবস্থান বুঝে আন্দোলনের ডাক দেবে। মিঃ নায়েককে সর্বাত্মক সমর্থন করছে এই সংগঠন। এছাড়া, জমিয়তে উলেমায়ে হিন্দও একই অবস্থানে চলে এসেছে।
জমিয়তে উলামার সর্বভারতীয় নেতা ও প্রভাবশালী দেওবন্দ মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদ আরশাদ মাদানী গতকাল ফেসবুক পোষ্টে লেখেন,"আমরা ডাঃ জাকির নায়েকের পক্ষে আছি।" পাশাপাশি কাশ্মীর জ্বলছে তুমুল আন্দোলনে! জাকির নায়েকের সমর্থনে একাধিক স্থানে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
জমিয়তে উলামার সর্বভারতীয় নেতা ও প্রভাবশালী দেওবন্দ মাদ্রাসার শিক্ষক মাওলানা মাহমুদ আরশাদ মাদানী গতকাল ফেসবুক পোষ্টে লেখেন,"আমরা ডাঃ জাকির নায়েকের পক্ষে আছি।" পাশাপাশি কাশ্মীর জ্বলছে তুমুল আন্দোলনে! জাকির নায়েকের সমর্থনে একাধিক স্থানে বিশাল বিক্ষোভ মিছিল হয়েছে।
অন্যদিকে, বাংলাদেশে পাল্টা মিডিয়া বিরোধী আন্দোলন গড়ে উঠতে দেখা গেছে। অবরুদ্ধ পরিস্থিতির মাঝেই স্যোসাল মিডিয়ায় ডাক দেয়া হয়েছে, পত্রিকা বিরোধী আন্দোলন। জাকির নায়েকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ডেইলি স্টার ও প্রথম আলো পত্রিকা পোড়ানোর খবর পাওয়া গেছে।
দেশটিতে জাকির নায়েক ভক্ত তরুনদের মাঝে ব্যাপক ক্ষোভ দানা বেধে উঠছে। ‘আওয়ামী পরিবারের সোহান মিঃ নায়েকের ভক্ত হলেও, আরেক জঙ্গি নিবরাস ভারতীয় নায়িকা শ্রদ্ধা কাপুরের ভক্ত’- এমন অভিযোগে ধর্মীয় বিভেদ দানা বেঁধে উঠতে শুরু করেছে। সাথে যুক্ত হয়েছে বিপুল জনগোষ্ঠীর ভারত বিরোধী পুরোনো ক্ষত!
দেশটিতে চলমান ভয়াবহ জঙ্গি ইস্যু হঠাৎ করেই জাকির নায়েক ও পিস টিভিতে মোড় নেয়ায় একদিকে নায়েক সমর্থকদের ঘোর কাটতে শুরু করেছে। অন্যদিকে, ভারত -হিন্দুত্ববাদ বিরোধী ক্ষোভের মাত্রা বৃদ্ধির সাথে সাথে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছেন বাংলাদেশের সংখ্যালঘুরা। সম্প্রতি আইএসের সিরিজ গুপ্তহত্যার পর, সাধারন জনগণের সাথেও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার আশংকায় আতঙ্কিত হয়ে পড়তে দেখা গেছে তাদের।
মিঃ নায়েক ইস্যুতে ভারত-বাংলাদেশে দারুন এক ক্ষোভের ঢেউ ক্রমেই এগিয়ে আসছে বলে পর্যবেক্ষণ। দূর্বল অজুহাতে মিঃ নায়েকের মত যুক্তিবাদীর প্রতিষ্ঠানে মোদি সরকারের হামলে পড়ার ঘটনা মোটেও স্বাভাবিক ভাবে নিচ্ছেন না দুই দেশের সাধারন মুসলিমগণ। তীব্র অসন্তোষ মোকাবেলার মানসিকতায় ‘ধীরে চলার’ নীতি অনুসরন করছে বাংলাদেশ।
অন্যান্য মুসলিম বিশ্বের মতই ভারত-বাংলাদেশে সমান জনপ্রিয় ডাঃ জাকির নায়েক |
পিস টিভির ওপর নিষেধাজ্ঞার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সে দেশের পত্রিকা বাংলা ট্রিবিউনকে বলেন, “এটা সময়সাপেক্ষ ও তদন্তের ব্যাপার। জাকির নায়েক বাংলাদেশে খুবই জনপ্রিয় ব্যক্তি। এরকম ব্যক্তির ক্ষেত্রে হঠাৎ করেই কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না।”
যদিও তথ্যমন্ত্রী ইনুকে এ ব্যাপারে বেশ উৎসাহী দেখা গেলো।
-জাস্টনাউবিডি
জাকির নায়েকের জন্য আমি ও আমার বন্ধুরা শহীদ হতেও প্রস্তুত।
ReplyDeleteআল্লাহ্ তুমি রহমত কর
ReplyDeleteজাকির ভাই এগিযে যান।
ReplyDelete