ইন্ডিয়ান এথলেটদের জন্য খরচ বেশি ফলাফল কম বলে মনে করছেন মিঃ রাজ |
ভারতীয় রাজনীতিতে অত্যধিক গরু চর্বনে গোটাবিশ্ব ক্লান্ত হয়ে পড়লেও খোদ সেখানকার রাজনীতিকরা মোটেও ক্লান্ত নন!
নিত্য নতুন গরু উপাখ্যান সৃষ্টি ও গোল মজমা বসাতেই ব্যস্ত সময় পার করছেন তারা।
এরই মাঝে মুসলিম সম্প্রদায়ের প্রধান উৎসব কুরবানী ঈদকে টার্গেট করে কুরবানি নিষিদ্ধের ফরমান জারি করে প্রবল বিতর্ক ছড়িয়েছে বিজেপি সরকার।
এখন উন্নয়নের বদলে গরুবচনেই ভরপুর ময়দান। বর্তমান ভারতীয় প্রেক্ষাপটে ধর্ষনের মত নিত্য দুঃসংবাদও গরু বন্দনার কাছে পরাজয় বরন করেছে।
নতুন করে তেলে জল ঢেলেছেন দলিত সম্প্রদায়ের বিজেপি দলীয় এমপি।
দলিত নেতা উদিত রাজের এই মন্তব্য, উসাইন বোল্টের মত বিশ্বসেলিব্রিটির সাথে গরুর সম্পর্ক তৈরিতে। না, গো-মাতা হিসেবে নয়। বোল্টের গুরুত্বপূর্ণ খাদ্য হিসেবে!
উদিতের দাবি, জ্যামাইকা ও কেনিয়া ভারতের চেয়ে অনেক কম খরচ করেও শুধু গরুর মাংস খাইয়েই ভালো এথলেট তৈরি করছে!
আর এতেই বেজায় চোট পড়েছে গোরক্ষকদের। শুরু হয়েছে নতুন মাত্রার গো-আলোচনা।
শুরুটা হয়েছিলো একটি টুইট ঘিরে।
এমপি লিখেছিলেন - "জামাইকার উসাইন বোল্ট গরিব ছিলেন। তার ট্রেনার তাকে পরামর্শ দিয়েছিল গরুর গোস্ত খেতে। আর ওই কথা শুনেই তিনি অলিম্পিকে নয়টা স্বর্ণ জিতেছেন।"
বিতর্কের শুরু যে টুইট কে ঘিরে |
ভারতের উগ্র রাজনীতিকদের সাথে গরুর আন্তরিক সম্পর্কই ভালো মানের এথলেট তৈরিতে বাধা হল কিনা, গবেষনাই তার উত্তর দিতে পারবে। একই সাথে দলিত এমপির ওপর ভর করা আশংকাও রোধ করতে পারবে।
বলা তো যায়না, গরু ভক্তদের আক্রোশ সর্বশেষ কোন পর্যায়ে গিয়ে পৌঁছে!
সেখানে গরু নিয়ে মানব হত্যার মত ঘটনাও নেহায়াত কম নয়। নিত্যদিনের।
-জাস্টনাউবিডি২৪
হেরে কেউ পাকিস্তান পাঠায় দ্যাস না কেরে!
ReplyDelete