অনুসন্ধানী প্রতিবেদন
জাস্টনাউবিডি২৪
৫ কোটি ডকুমেন্টের ভান্ডার জাতীয় আর্কাইভ! |
বাংলাদেশে তথ্য অধিকার আইনের প্রয়োগ এবং জাতীয় আর্কাইভের সুফলগুলো নানা ভাবে কাটছাঁট করা হয়েছে। খোদ আদালতের আদেশ যুক্ত করেও গবেষণা ও তথ্য প্রাপ্তির অধিকারকে রুদ্ধ করার ঘটনা ঘটছে সে দেশে!
ফলে রাজধানীর আগারগাঁও এ অবস্থিত ন্যাশনাল আর্কাইভে চলছে শুনশান নিরবতা।
জানা গেলো, ১৯৭১ থেকে ১৯৭৫ সালের ডকুমেন্টগুলো চুড়ান্ত নিষিদ্ধের তালিকায়! আন্তর্জাতিক ট্রাইব্যুনালের আদেশের কারনে সেগুলো দেখার অধিকার নেই আগত গবেষকদের!
নানাবিধ সরকারী অনুৎসাহ ও ভোগান্তির কারনে, অব্যবহৃত হয়ে পড়ার নিরবতা ঘিরে আছে সবখানে। কর্মকর্তা কর্মচারীদেরও খোঁজ নেই।
তাল পাতার বক্সে রাখা আছে মহা মূল্যবান ডকুমেন্ট। অত্যাধুনিক মেশিন কেনা হলেও থেমে আছে ডিজিটালাইজেশনের কাজ! |
কর্মকর্তার অনীহার সুযোগে কর্মচারীরাও আনীহা দেখাচ্ছেন। গেট দিয়ে অনায়াসে যে কোন ব্যাক্তি ঢুকে পড়তে পারছেন কোনরুপ চেকিং ছাড়াই।
অনুপস্থিত কর্মচারী এবং কর্মী স্বল্পতায় চলছে মূল্যবান ৫ কোটি ডকুমেন্ট সমৃদ্ধ প্রতিষ্ঠানটি! উদ্ভট নিয়মের বেড়াজালে আটকে পড়ছে গবেষকদের কাজ।
গবেষণার উদ্দেশ্যে যেকোন ডকুমেন্টের প্রয়োজন হলে এ যুগেও করতে হয় স্বহস্ত লিখিত আবেদন। নির্ধারিত প্যাডের সাথে সংযুক্ত থাকতে হবে জাতীয় পরিচয় পত্রের জেরক্স কপি। সাথে দিন প্রতি ৫০ টাকা আর বছরের জন্য ১০০ টাকা ফি নির্ধারিত!
এতসব করেও, আর্কাইভের কাজে নিয়োগ দেয়া ‘বিরল প্রজাতির কর্মকর্তাদের’ অনুমোদন না হলেও প্রয়োজনীয় ডকুমেন্ট মিলবে না!
মহান মুক্তিযুদ্ধে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলমান।
ঠিক এমন একটি মুহুর্তে গবেষকদের আকর্ষণ মুক্তিযুদ্ধ ও মানবতা বিরোধী অপরাধ নিয়ে! তাতে খোদ সরকার তরফেই উৎসাহিত করার কথা!
অথচ মুক্তিযুদ্ধ গবেষণার কাজে ডকুমেন্ট চাওয়া হলে, ‘খোদ ট্রাইবুনাল সেই গবেষণার পথ রুদ্ধ করে দিয়েছে’ বলে সাফ জবাব গবেষণা কর্মকর্তা ইছমাইল মিয়ার!
একদিকে দেশের গবেষক সংকট এবং অন্যদিকে নানা রকম আইনী বাধা নিষেধের কারনে মুক্তিযুদ্ধ গবেষণা অত্যন্ত অপ্রতুল। এর মাঝেই ন্যাশনাল আর্কাইভের মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটি রয়েছে নিরাপত্তাহীনতা এবং অবহেলায়!
কেবল নির্ঝঞ্ঝাট সরকারী বেতনের ক্ষেত্র হয়ে উঠেছে গবেষণা সহায়ক জাতীয় প্রতিষ্ঠানটি। সরকারপন্থী অনলাইন বাংলা নিউজের প্রতিবেদনেও উপস্থিত হয়েছে গুরুতর অনিয়মগুলো!
এর মাঝেই, ওয়েব সাইটের মাধ্যমে চলমান অব্যবস্থাপনা গুলোকে বিশ্বময় জানান দেয়ার কাজও চলছে জাতীয় আর্কাইভ থেকে!
'তারা আমাদের জাতির স্মৃতি ভল্লুক'- গুগল ট্রান্সলেটর ব্যবহার করে সাজানো ওয়েব সাইট। |
খোদ ন্যাশনাল আর্কাইভ সম্পর্কেই জানতে যে কেউ প্রতিষ্ঠানটির ওয়েব সাইটে গেলে পড়বেন অযাচিত বিড়ম্বনায়।
গুগল ট্রান্সলেটরের অদ্ভুত সব বাংলা অনুবাদ কপি-পেস্ট করে তুলে দেয়া আছে।
বাংলাদেশের মত, গবেষণায় অনাগ্রহী একটি সমাজে, শাসক শ্রেণীর মাঝে গবেষণার প্রতি যে প্রচন্ড ভয় রয়েছে তা জানা গেলো রাজধানীতে অবস্থিত ন্যাশনাল আর্কাইভটি ঘুরে।
যদিও বিচার ব্যবস্থার আদেশে জ্ঞাণ আহরন ও গবেষণার কাজ আটকে দেয়ার ইতিহাস বিশ্বে বিরল নয়।
-জাস্টনাউবিডি২৪
No comments:
Post a Comment