শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Jan 27, 2016

‘গোপাল ভাড়ের ডাক্তার হয়ে ওঠার গল্প’


‘গোপাল ভাড়ের ডাক্তার হয়ে ওঠার গল্প’

কোন এক অশান্তির দেশে ছিলো এক আযব রানী। এবার মহারাজ কৃষ্ণ চন্দ্রের কাছে আবেদন এলো সেখান থেকে। “গোপাল ভাড়কে কিছু সময়ের জন্য চাই! রানীর চিকিৎসার ভার নিতে হবে তাকে”।

ঘটনা হল,
এমনিতেই অশান্ত দেশ, সাথে অশান্ত রাজ্য সভায় ‘প্রাণ’ নিয়ে চিন্তিত ছিলেন রানী হাসতারি রায় অগ্রহনযোগ্য শাসনের কারনে এমনিতেই খাদ্য গ্রহণে প্রচন্ড বাছবিচার করতে হত তারদাসীদের খাইয়ে তারপর মুখে খাবার উঠত।

এসময়ই তার ভাবনা, অসুখে পড়লে তার কী উপায় হবে?

Jan 24, 2016

এবার তারানা হালিমের দাবি 'ফেসবুক তথ্য দিয়েছে', মিশ্র প্রতিক্রিয়া অনলাইনে!

সামাজিক মাধ্যম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪

ফের উদ্বেগ জনপ্রিয় ফেসবুক নিয়ে। সরকারের ডাক ও টেলি যোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম দাবি করলেন 'তিনজনের তথ্য দিয়েছে ফেসবুক'। 

সম্প্রতি মালয়েশিয়া ও সিঙ্গাপুর সফরের পর দেশে ফিরে এ তথ্য জানালেন তিনি। এর আগে ফেসবুকের দক্ষীন এশীয় প্রতিনিধি দলের সাথে নজির বিহীন এক বৈঠকের আয়োজন করে বাংলাদেশ সরকার। 


Jan 23, 2016

আবারও ধর্ম বিদ্বেষী অবস্থানঃ আলেমদের হুঁশিয়ারী! কোন পথে স্যেকুলার সরকার?

বিশেষ প্রতিবেদন বাঁধন, নাসিমা, সাদিয়া, কল্লোল

কেরপর এক ধর্ম নিয়ে কটুক্তি করছেন সরকারী দ্বায়িত্বশীল মহল। চরম ধৃষ্টতাপূর্ণ একটি বক্তব্যের রেশ না কাটতেই তারোধিক ধৃষ্টতা দেখাচ্ছেন অন্যজন! 

বাংলাদেশে সংখ্যালঘু স্যেকুলার গোষ্ঠীর হাতে কার্যত অসহায় হয়ে পড়েছে সংখ্যালঘু ধার্মিক অংশটি। একই সাথে স্যেকুলার সরকারের শাসনে সকল ধর্ম বিশ্বাসীরাই বারবার ধর্মীয় আঘাতপ্রাপ্ত হচ্ছেন।


Jan 22, 2016

একাত্তরে এমপি তাজুলের মাথা নাড়া করে দিয়েছিল লাকসামের মুক্তিযোদ্ধারা!

লাকসাম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪

বেরিয়ে পড়েছে সরকার দলীয় এমপি তাজুলের চাঞ্চল্যকর সব অপকর্মের তথ্য! রাগ-ক্ষোভ আর দুঃখে কাঁপছে গোটা লাকসাম! 

তথ্যে জানা গেছে, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের কমান্ডার আবুল বাসার এবং মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন এই তাজু রাজাকারের মাথা চেঁছে দিয়েছিলেন।

কুখ্যাত রাজাকার জুলফিকারের ছেলে তাজু রাজাকার মুক্তিযোদ্ধাদের স্বীদ্ধান্ত অমান্য করে '৭১ এ এসএসসি পরীক্ষা দিতে যাবার সময় হাতেনাতে ধরা পড়ে। তখন স্থানীয় মুক্তিযোদ্ধারা উত্তম মধ্যম দিয়ে তার মাথা নাড়া করে দেন। 


সাঈদীর ফাঁসি লেখক বিচারপতি শামসুদ্দিন মানিক নিজেই এখন ফাঁসির হুমকিতে!

সুপ্রিমকোর্ট প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪

সাইদীকে ফাঁসির রায় দেয়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অসরকালীন সময়ে রায় লিখে নিজেই করেছেন গুরুতর সাংবিধানিক অপরাধ। যার শাস্তি মৃত্যুদন্ড!

অতিসম্প্রতি প্রধান বিচারপতি জনাব এস.কে সিনহা অবসরকালীন সময়ে রায় লেখাকে সংবিধানের লঙ্ঘন বলে উল্লেখ করেছেন।

অনুসন্ধানে দেখা গেছে, ‘অবসর গ্রহণের পর বিচারকগণের অক্ষমতা’ শিরোনামে সংবিধানের ৯৯(১) ধারার বিধান রয়েছে। 

সেখানে বলা হয়েছে, “উক্ত পদ (বিচারক) হইতে অবসর গ্রহণের বা অপসারিত হইবার পর তিনি কোন আদালত বা কোন কর্তৃপক্ষের নিকট ওকালতি বা কার্য করিবেন না”।

Jan 20, 2016

হিজাব বৃদ্ধির প্রতিবাদঃ বাংলাদেশের সাথে সম্পর্কচ্ছেদ বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ইউএসএ সভানেত্রী লতার!

বিশেষ প্রতিবেদন, জাস্টনাউবিডি২৪

টেলিভিশনের এক সময়ের দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক ‘এইসব দিনরাত্রি’ ও ‘বহুব্রীহি’র জনপ্রিয় অভিনেত্রী লুৎফুন্নাহার লতা এবার হিজাবধারী নারীদের ওপর চটলেন। বাংলাদেশে হিজাবের ব্যবহার বৃদ্ধির কথা তুলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময়, প্রবাসী লতা তার মৃত্যুর পর তার লাশ দেশের মাটিতে “টানাটানি’ না করার অভিপ্রায় প্রকাশ করেন।

“অভিমান এতো তীব্র হয়েছে যে সিদ্ধার্থ কে বলেছি আমি মরে গেলে লাশ নিয়ে আর টানাটানি করে দেশে নেবার দরকার নেই। যেখানে মরি সেখানেই মাটি চাপা দিয়ে একটা শিউলির চারা লাগিয়ে রাখতে”- লিখেছেন লতা।

Jan 19, 2016

"চনমনে শীতে সামিয়া রহমান ও আমরা"- বিতর্কিত সামিয়া রহমানের জবাব

গত ১৭ জানুয়ারি একটি অনলাইন দৈনিকে নববর্ষ উপলক্ষ্যে সামিয়া রহমানের একটি লেখা প্রকাশিত হয়। সেখানে যথারীতি আল্লাহ, ধর্মীয় শিক্ষাব্যবস্থা, ইসলামী রাজনীতি ও মুসলিম বিশ্ব নিয়ে কৌতুক করা হয়। তারপর পাঠকদের প্রতি সেগুলোকে সিরিয়াসলি না নিতে আহবান করা হয়। জবাবে অনলাইনে জনপ্রিয় ফেসবুক পেজ বাঁশেরকেল্লা একটি জবাবী লেখা প্রকাশ করে। ফেসবুকে তুমুল আলোচিত লেখাটি জাস্টনাউবিডি২৪ এর পাঠকদের জন্য প্রকাশ করা হল।


Jan 13, 2016

ব্লগার বাঁধন ফাঁস করল তার হত্যার পরিকল্পনাঃ প্রচার হত জামায়াত-শিবির ও আনসারুল্লার নামে!

'কেন জার্মানি এলাম?''
-মাহমুদুল হক মুন্সী  (বাঁধন)

মানুষ নিজের দেশ ছেড়ে বিদেশ পাড়ি দেয় অনেক কারণে। কেউ পড়াশোনার জন্য, কেউ চাকুরির জন্য, কেউ ব্যবসার জন্য, কেউ অন্য মানুষের প্রতি ভালোবাসায় আর কেউ উন্নত জীবনের লোভে। আমার জন্য উক্ত কোন কারণই কাজ করেনি। আমাকে দেশ ছাড়তে হয়েছে বেঁচে থাকার জন্য।

Jan 11, 2016

নাম নিয়ে অস্বস্তি প্রকাশ করল আওয়ামীলীগঃ গালি হিসেবে হচ্ছে ব্যবহার!

বিশেষ রিপোর্ট, জাস্টনাউবিডি২৪


ব্যাপক সরকার বিরোধীতার মুখে পড়ে অনলাইন মাধ্যম গুলো বন্ধ করে দেয়ার পর, ডিজিটাল বাংলাদেশ গড়ার অঙ্গীকার করে ক্ষমতায় আসা আওয়ামীলীগ এবার অনলাইনে সমর্থক বৃদ্ধির উদ্যোগ নিয়েছে।

একটি শক্তিশালী সাইটের মাধ্যমে জোরালো অনলাইন রাজনীতিতে আগ্রহী হয়েছে তারা।
এজন্য আলাদা করে একটি সাইট ক্রয় করা হয়েছে।