শিরোনাম

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

Dec 30, 2015

পরাধীনতার করুন উপাখ্যানঃ'বহিরাগত নরপশুরাই স্বাধীন রাষ্ট্রগুলো দখল করে অখন্ড ভারত প্রতিষ্ঠা করে'

-আয়াতুল্লাহ্ খোমেনী

(সম্প্রতি স্বাধীন বাংলাদেশের বিজয় দিবসকে 'ভারতীয় বিজয় দিবস' দাবি করবার পর বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে আবারও ব্রিটিশ ইন্ডিয়ান স্টেট প্রতীষ্ঠার উগ্রহিন্দুত্ববাদী আকাঙ্ক্ষা প্রকাশ পাচ্ছে। কতিপয় বাংলাদেশী মিডিয়া ও বুদ্ধিজীবি সে অভিলাষকে সমর্থণ করে প্রতিবেদন ও সম্পাদকীয় প্রকাশ করেছে। ফলে বাংলাদেশের স্বাধীনতা হরনের লক্ষ্যে পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী ইন্ডিয়ার গোপন ইচ্ছা প্রকাশ হয়ে পড়লে বাংলাদেশী তরুন প্রজন্ম প্রবল প্রতিবাদ করতে থাকেন। বিশেষত সামাজিক মাধ্যম গুলোতে এ নিয়ে চলছে ব্যাপক পর্যালচনা। 'অখন্ড ভারত কি?- এ বিষয়ে মিঃ আয়াতুল্লাহ খোমেনী লিখিত সাধারন আলোকপাতটি জাস্টনাউবিডি২৪ এর পাঠকদের জন্য প্রকাশিত হল।)

মরা যদি গত তিন হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করি তাহলে দেখব সব সময় ব্রাহ্মনরা বৌদ্ধদের জৈনদের নানা অত্যাচার-নির্যাতন করেছে। 

Dec 23, 2015

গরু, পতিতা ও মোদি- ইয়াহুর জরিপে ভারতীয়দের 'বর্ষসেরা'

আন্তর্জাতিক, 
জাস্টনাউবিডি২৪

০১৫ সালজুড়ে ভারতের বর্ষসেরা কে?

বিখ্যাত সার্স ইঞ্জিন ইয়াহু 'গরুর' নাম ঘোষণা করেছে। চারপায়ী এ পশুকে কেন্দ্র করে ইতিমধ্যে রেকর্ড সৃষ্টিকারীরা শুধু এখানেই সীমাবদ্ধ নয়!

তাদের রয়েছে আরেক আকর্ষনীয় বিষয়বস্তু- 'পতিতা'।

হ্যাঁ। বিশ্বের সর্বনিকৃষ্ট পতিতা, সানিলিওন। ২০১৫ সাল জুড়ে ভারতীয়দের অনলাইন অনুসন্ধানে শীর্ষে ছিলো এই পতিতার নাম।

এর সাথেই রয়েছে ভারতীয় চরমপন্থী নেতৃত্ব- নরেন্দ্র মোদির নামটিও।

Dec 21, 2015

ফেসবুক উল্টো সরকারের গোয়েন্দাগীরির খবরই জানিয়ে দেবে ব্যবহারকারীদের!

জাস্টনাউবিডি২৪ ডেস্ক,

'সরকার কিংবা যে কেউ কারও ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্য চুরি করতে চাইলে সে ব্যাপারে ব্যবহারকারীকে আগেই সতর্ক করে দেবে ফেসবুক। ফেসবুকের চিফ সিকিউরিটি অফিসার অলেক্স স্টেইমাস ফেসবুক ব্লগে এ খবর নিশ্চিত করেছেন। ব্লগে তিনি লেখেছেন, ‘কেউ যদি আপনার ফেসবুক অ্যকাউন্ট থেকে তথ্য চুরি করার চেষ্টা করে, সেটা হোক কোনো গোষ্ঠী কিংবা সরকার; আমরা নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের জানিয়ে দেবে। আর এটি আজ থেকেই শুরু হবে।’ (চ্যানেল আই অনলাইন)

বাংলাদেশ সরকার বহুদিন থেকে ফেসবুকের সাথে চুক্তির নামে ব্যাক্তিগত তথ্য পাওয়ার চেষ্টা করে আসছিলো। এর মাঝে সরকারের তিনজন সিনিয়র মন্ত্রী ফেসবুকের আঞ্চলিক কর্মকর্তাদের সাথে বৈঠক করেও সফল হতে পারেনি।

Dec 20, 2015

ভুল করে সীমান্তে ঢুকেছে বিএসএফ, 'বিজিবি মাতাল অবস্থায় ছিলো!'

স্টাফ রিপোর্টার,
জাস্টনাউবিডি২৪


(আজই বাংলাদেশের সুনামগঞ্জ সীমান্তের ভেতর গ্রামবাসীর হাতে আটক হওয়া বিএসএফের সশস্ত্র সদস্যকে, ফেরত দেয়ার উদ্যোগ নিয়েছে বিজিবি। ২ হাজার ৫০০ মাইল দীর্ঘ ও বিশ্বের ভয়ংকরতম সীমান্তে বরাবরই রক্তাক্ত অধ্যায় রচিত হয়ে আসছে। সেই অধ্যায় গুলো কতটা দূর্বিসহ? খোঁজ নিয়েছেন জাস্টনাউবিডি২৪ এর স্টাফ রিপোর্টার বাঁধন সরকার।)

বাংলাদেশের অভ্যন্তরে সশস্ত্র 'ঘুরাফেরার' সময় গ্রামবাসীদের হাতে আটক হয়েছে 'সীমান্ত হানাদার' বিএসিএফ-এর সদস্য। জানা গেছে, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা সীমান্ত পাড়ি দিয়ে দিব্যি বাংলাদেশে ঢুকে পড়ে সে। স্থানীয় বাসিন্দারা বৈরি সশস্ত্র বাহিনীর ঐ সদস্যকে দেশে ঢুকতে দেখে ঐক্যবদ্ধ হয়ে ধরে ফেলে। পরে বিজিবিকে খবর দিলে তারা এসে ধৃত বিএসএফ সদস্যকে আটক করে নিয়ে যায়।

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ভয়াবহতা অকল্পনীয়! ফেলানী খাতুন তার খুব সামান্য উদাহরন।

Dec 19, 2015

(ভিডিও) চট্টগ্রামে ছাত্রলীগ নামক 'মুক্তিযোদ্ধাদের' তান্ডব লীলা!

জাস্টনাউবিডি২৪ প্রতিবেদন,
ত ১৬ ডিসেম্বর চট্টগ্রামে ছাত্রলীগ আয়োজিত শিবির বিরোধী 'মুক্তিযুদ্ধের' সময় অস্ত্র নিয়ে অন্তর্কলহের ভাইরাল দৃশ্যটির ভিডিও আমাদের হাতে পৌঁছেছে।
একই সাথে, ঐতিহ্যবাদী চট্টগ্রাম কলেজের শেরে বাংলা হলে পুলিশের অভিযানের দৃশ্য। ঘটনার একপর্যায়ে ঐ হলের সম্মানিত তত্ত্বাবধায়ককে ঐ 'মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠনের' পক্ষ থেকে 'সম্মানজনক ব্যবহার' করা হয়!
-'এইখানে কে থাকে জানেন না? শিবিরের সভাপতি থাকে জানেন না মিয়া?... তত্ত্বাবধায়ক মারান!' ছাত্র পরিচয় দেয়া ব্যাক্তির নিকট থেকে এমন ব্যবহার পেয়ে নিজের সিনিয়র শিক্ষককে দেখিয়ে দেন তত্ত্বাবধায়ক। উপর্যুপরি পুলিশি প্রহরায় থাকা অচেনা ছাত্র নামধারী সন্ত্রাসীর সামনে এসে সিনিয়র শিক্ষকও চুপসে দাঁড়িয়ে যান...!
'মুক্তিযুদ্ধের' প্রথম পর্বে চট্টগ্রাম কলেজের পিয়ন মফিজ উদ্দীনের সর্বস্ব লুটের পর দ্বিতীয় পর্বে দেখুন শিক্ষদের সম্মান লুটের বিরল দৃশ্য।


জাস্টনাউবিডি২৪

Dec 18, 2015

ভিডিও প্রতিবেদন- সন্ত্রাসী ছাত্রলীগের 'মুক্তিযুদ্ধের' কোপানলে চট্টগ্রাম কলেজ!

জাস্টনাউবিডি২৪,

১৬ ডিসেম্বর চট্টগ্রাম কলেজে 'মুক্তিযুদ্ধ' বাঁধানো ছাত্রলীগের লুটতরাজ কোন মিডিয়ায় আসেনি। এদিন কলেজগেট দিয়ে প্রবেশ করেই সর্বপ্রথম কলেজের পিয়ন মফিজ উদ্দীনের ঘর এবং জমানো টাকাপয়সা লুটের মাধ্যমে নিজস্ব 'মুক্তিযুদ্ধের' মডেল প্রদর্শন করে সন্ত্রাসী এই সংগঠনটি। এরপর সেই সন্ত্রাসপনা চলার এক পর্যায়ে ক্যাম্পাস রেইড দেয়ার নামে সশস্ত্র ছাত্রলীগকে গেটের বাইরে নিজেদের প্রহরায় রেখে ভেতরে প্রবেশ করে পুলিশ। 

গেটের বাইরে যথারীতি পুলিশী প্রহরায় 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করতে থাকে ছাত্রলীগ। হাঁকাতে থাকে তাদের নিজস্ব 'মুক্তিযুদ্ধের' শ্লোগান!

রেইড শেষে ক্যাম্পাস ও হল থেকে শতাধিক সাধারন ছাত্রকে এরেস্ট করে নিয়ে যায় পুলিশ। ডাকাতদের হাত থেকে নিজ জানমালের হেফাজত করাটাই ছিলো ঐসব শীক্ষার্থীর অপরাধ!



দেখুন তথাকথিত 'মুক্তিযুদ্ধের' পক্ষ শক্তি কীভাবে দেশ চালাচ্ছে? গেটের এই ভিডিও দৃশ্য জনৈক সৌরভ দাসের ধারনকৃত। ভিডিওটি অনলাইন মাধ্যমে জাস্টনাউবিডি২৪ এর হাতে পৌঁছেছে।

পরবর্তী ভিডিও ক্লিপ- চট্টগ্রামে ছাত্রলীগ নামক 'মুক্তিযোদ্ধাদের' তান্ডব লীলা! 

জাস্টনাউবিডি২৪

বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের ব্যাপারে কিছু বললেন বটে!!

সিনিয়র স্টাফ রিপোর্টার
জাস্টনাউবিডি২৪,


৬ ডিসেম্বর বাংলাদেশের ওপর ভারতীয় আগ্রাসনের ব্যাপারে অবশেষে মুখ খুলল তথাকথিত স্বাধীনতার পক্ষশক্তি। চ্যালেন আই এর অনলাইন পোর্টালে প্রকাশিত, ১৭ ডিসেম্বরের এই রিপোর্টটিই হয়তো, ভারতীয় বিজয় দিবস আগ্রাসনে মৌনতা অবলম্বনকারী পক্ষটির অবস্থান পরিস্কার করল।

সুস্পষ্ট ভারতীয় পক্ষাবলম্বনকারী প্রতিবেদনটিতে, বাংলাদেশী তরুন প্রজন্মের স্বাধিকার উদ্বেগ কে প্রধানত 'অপমান' করা হয়। বিজয় দিবসে ভারতীয় আগ্রাসনের কারনে বিক্ষুব্ধ হয়ে ওঠা তরুনদের 'পাকিস্তানপন্থী' হিসেবে উপস্থাপন করা হয়েছে সেখানে।

যদিও ঐ মৌনপক্ষ ঘরানার আরেক সংবাদ মাধ্যম বাংলামেইল, মুক্তিযুদ্ধ আজো ভারতীয় গণমাধ্যমে ‘ইন্দো-পাক যুদ্ধ’! - শিরোনামে বাঙ্গালীদের হতাশা প্রকাশক একটি প্রতিবেদন প্রকাশ করে। সেখানে ভারতীয় মিডিয়ার সচিত্র নির্লজ্জতা প্রকাশ করা হয়।


বিজয় দিবসে ভারতের আগ্রাসনঃ স্বাধীন সিরাজুদ্দৌলার উত্থান ভয়ে দখলদার ইন্ডিয়া !?

জাস্টনাউবিডি২৪ বিশ্লেষণ,
ছবি, অনলাইন বাংলা পত্রিকা থেকে সংগ্রহকৃত এবং সংযোজিত।
("উপমহাদেশে বহু স্বাধীন রাষ্ট্রের দখলদার ব্রিটিশরা। হানাদার ব্রিটিশদের সামরাজ্যবাদী উত্তরসূরী বর্তমান ভারত। বর্তমান সামরাজ্যবাদী শক্তি ভারতীয় দখলদারিত্বের পথে স্বাধীন বাংলাদেশ সবচেয়ে বড় হুমকি। কারন বাংলাদেশই স্বাধীন সুবে বাংলার পথে হাঁটা শিশু রাষ্ট্র। আর এই রাষ্ট্রই ভারতীয় উপমহাদেশের সকল জতীগোষ্ঠীকে পুনরায় স্বাধীনতার পথে দেখায়।দখল হয়ে যাওয়া উপমহাদেশের স্বাধীন রাষ্ট্রগুলোর পূনরাভীর্ভাবে স্বাধীনচেতা নবাব সিরাজ-উদ-দ্দৌলার প্রয়োজন। আর সিরাজের আগমন কেবল বাংলাদেশেই হতে পারে। বাঙ্গালীদের জন্য ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের বর্তমান রুপ হল সামরাজ্যবাদী ভারতের বিরুদ্ধে লড়াই।")

Dec 16, 2015

সচিত্র অগ্রাসনঃ বাংলাদেশের বিজয় দিবসে দিনভর কলঙ্ক লেপন করল ইন্ডিয়া!!!

জাস্টনাউবিডি২৪ এক্সক্লুসিভ রিপোর্ট

(সচিত্র ডকুমেন্ট গুলো ভালোভাবে দেখতে একটু অপেক্ষা করুন। আপনার ডিভাইসে লোড হতে দিন।)

১৯৭১ কে সবসময় সকলের চেয়ে অধিক গর্বের সাথে উপস্থাপন করে থাকে বাংলাদেশ আওয়ামীলীগ। সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নামে পরিচিত ১৯৭১ এর যুদ্ধে নিজেদেরকে মহানায়ক হিসেবে উপস্থাপন করে তারা।

বাংলাদেশে এখন সেই আওয়ামীলীগই ক্ষমতায়। পার্শ্ববর্তী বৃহৎ রাষ্ট্র ইন্ডিয়ার সাথে বরাবরই সর্বোচ্চ সম্পর্ক ধরে রেখেছে হাসিনা সরকার। কিন্তু ১৬ ডিসেম্বরের দিন সামাজিক যোগাযোগ মাধ্যমের বাংলাদেশ অঙ্গন গর্বের সাথে পরিচালিত হলেও পার্শ্ববর্তী বৃহৎ ভারতীয় অঙ্গন থেকে সেই গর্বে গোবর লেপে দেয়া হয়েছে!

ওপাশে গোবর একটি পবিত্র শব্দ হলেও একে মলজ্ঞাণ করে চরম ঘৃণা করে বাংলাদেশের মানুষ। হতে পারে ধর্মের কারনে এই পার্থক্য। তবে কি ধর্ম নিরোপেক্ষ বাংলাদেশকে ধর্মীয় দৃষ্টিতেই দেখছে বিজেপির ভারত? তা না হলে এই অপমানের হেতু কী?

সচিত্র প্রতিবেদনঃ 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করল ছাত্রলীগ!

চট্টগ্রাম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪


বিজয় দিবসে 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' প্রদর্শন করল বাংলাদেশ ছাত্রলীগ। আজ চট্টগ্রাম কলেজে সংঘর্ষে জড়িয়েছে মুক্তিযুদ্ধের বেনিফিশিয়ারী রাজনৈতিক দলের এই অঙ্গসংগঠন। প্রতিপক্ষ ছাত্রশিবির। বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে চট্টগ্রাম কলেজে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে স্বাধীনতার নিজস্ব চেতনায় বিশ্বাসী ছাত্রলীগ নিজেদের গোপন স্থান থেকে এসব হাতিয়ার নিয়ে প্রকাশ্য শোডাউনে লিপ্ত হয়। জানা গেছে ছাত্রলীগের নিয়মিত শ্লোগানে পরিচিতি পাওয়া 'মুক্তিযুদ্ধের হাতিয়ার' গুলো বের করা নিয়ে একপর্যায়ে মতবিরোধ তৈরি হয় ছাত্রলীগের মাঝে। ফলে কলেজ গেটের বাইরে আয়োজিত এ প্রদর্শনিতে নিজেদের মাঝেই হাতিয়ার নিয়ে দ্বন্দে জড়িয়ে পড়েন তারা।

সেসব অবৈধ হাতিয়ার এবং তা নিয়ে দন্দ্বের কিছু ছবি জাস্টনাউবিডি২৪ এর পাঠকদের জন্য প্রকাশ করা হল,

Dec 15, 2015

বিজয় দিবসের আগেও খুন করল পুলিশ?

চট্টগ্রাম প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪


মাত্র ক ঘন্টা পরই বিজয় উৎসব! বাংলাদেশ জুড়ে চলছে বিজয়ের প্রস্তুতি। আয়োজনে ব্যাস্ত বাংলাদেশেই আবার ফুটল মরন গুলি। মারা পড়ল রাজনৈতিক ব্যাক্তি।

ঘটনাস্থল চট্টগ্রামের সীতাকুন্ড।

Dec 14, 2015

বিজয় দিবস উদযাপনও এখন পরাধীনতা?

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪ 


ম্প্রতি ফেসবুক খুলে দেয়ার পর বিজয়৭১ নামক অ্যাপ ঘিরে তুমুল সমালোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যম ফেসবুকে। ২২ দিন বন্ধ থাকার পর ফেসবুক খুলে দেয়া হলেও অন্যান্য যোগাযোগ মাধ্যম এখনও বন্ধ রয়েছে।

নতুন করে বন্ধ করা হয়েছে অন্যতম শীর্ষ যোগাযোগ মাধ্যম টুইটার, স্কাইপ এবং ইমো (শেষ খবর পাওয়া গেছে এই তিনটি মাধ্যম ফের খুলেছে সরকার)। আগে থেকে বন্ধ রয়েছে ভাইবারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ মাধ্যম। ফেসবুক বন্ধ করে দিয়ে তাদের দক্ষীন এশীয় প্রতিনিধিদের সাথে সরকারের ৩ জন মন্ত্রীর বৈঠক ছিলো নজির বিহীন! সেখানে সরকারী স্বসস্ত্র বাহিনীর কর্তাব্যাক্তিরা উপস্থিত ছিলেন। ছিলেন গোয়েন্দা বাহিনীর মত স্পর্ষকাতর প্রতিষ্ঠানের প্রধানও।

ফেসবুকে বিজয় '৭১ অ্যাপের আড়ালে তথ্য সংগ্রহ করছে সরকার? - সংশয় অনেক তরুনের।

ঢাবি প্রতিনিধি,
জাস্টনাউবিডি২৪

ম্প্রতি সরকারী আইসিটি মন্ত্রণালয়ের উদ্যোগে বিজয়৭১ নামক একটি অ্যাপকে জনপ্রিয় করার উদ্যোগ বেশ চোখে পড়ছে। ফেসবুকের ডিজিটাল অঙ্গনে মহান বিজয় দিবস পালন উপলক্ষ্যে ফেসবুক প্রোফাইল পরিবর্তনের এ উদ্যোগে অনেকেই খুব আগ্রহ নিয়ে শামিল হয়েছেন।

আবার অনেকেই অ্যাপটি ব্যবহার করতে গিয়ে বিরুপ অভিজ্ঞতার কথা প্রকাশ করছেন। এমনই একজন মোঃ ইয়াসির আরাফাত।

তার মতে, "অ্যাপটির ব্যবহার কোন মতেই নিরাপদ নয়। মহান বিজয় দিবস পালনের সাথে ব্যাক্তিগত তথ্য সংগ্রহের কোন সম্পর্ক থাকবার কথা নয়!

Dec 13, 2015

বিশ্ব দেখুক, আমরাও পারিঃ পদ্মা সেতুর নকশাও ভুয়া?

জাস্টনাউবিডি২৪ অনুসন্ধান,

শুরু থেকেই দূর্নীতির সমালোচনা পদ্মা সেতু ঘিরে। প্রকল্প থেকে সরে গেল বিশ্বব্যাংক, জাইকা। একসময় আওয়ামীলীদের নামে দেশব্যাপী ব্যাপক চাদাবাজি শুরু হল দেশীয় অর্থায়নে পদ্মা সেতুর নামে। সকল সমালোচনা মাড়িয়ে যখন মূল সেতুর কাজ উদ্বোধন হল ঠিক তখনই আবার দূর্নীতির অভিযোগ!

যেন পদ্মা সেতুর পিছু ছাড়ছেনা সমালোচনার অপচ্ছায়া।


'গণতন্ত্র উন্নয়নের' পর অন্যান্য খাতেও 'সহায়তা' করবে ভারত- পঙ্কজ শরণ

জস্টনাউবিডি২৪ রিপোর্ট,

বিদায়ী ভারতীয় কুটনীতিক পঙ্কজ শরণ বলেছেন '৫ জানুয়ারীর নির্বাচন ছিলো আবশ্যক। এটি ছিলো বাংলাদেশের সাংবিধানিক বাধ্যবাধকতা'।

গত ১২ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রিফিং করে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।

৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনটি দেশে-বিদেশে ব্যাপক ভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এ নির্বাচনের পক্ষে অবস্থান ভারতের।


সিজিন ইচিন জাফের বেকলিয়র...

সাবেক ছাত্রনেতার জবান থেকে,


তুরস্কে আসার কয়েক দিন পর ডরমেটরীর লিফট দিয়ে চার তলা থেকে নিচে নামছি। নিরবতা ভেঙে একজন সোমালিয়ান ছাত্র আমাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কোন দেশের? ‘বাংলাদেশ’ বলতেই সে বললো- “শহীদ আব্দুল কাদের মোল্লাকে চিনেন কি?......”

Dec 12, 2015

ভারত থেকে হুমকিঃ শাস্তি হবে বাংলাদেশের!

সংবাদ বিশ্লেষণ
জাস্টনাউবিডি২৪

বারও নতুন করে বাংলাদেশের পাটশিল্পে নজর ভারতের!

পাটশিল্পে ভারতীয় আগ্রাসন পরবর্তী বহু বছর মৃতপ্রায় অবস্থায় থেকে, সম্প্রতী বাংলাদেশের পাটশিল্প কোন মতে দাঁড়াতে শুরু করেছে। তখনই অতীতের ভয়ংকর পাট ইতিহাস যেন আবারও হুংকার দিচ্ছে!

হুমকি-ধামকি আসছে ভারত থেকে!

Dec 11, 2015

আইএস ও ইহুদি স্টেটের যোগসূত্রঃ বাংলাদেশও নিরাপদ নয়??

জাস্টনাউবিডি২৪ বিশ্লেষণ,


কেরপর এক আইএস-ইজরাইল সম্পৃক্ততার তথ্য বের হয়ে আসছে! আফগান,ইরাক, লিবিয়ার মত মুসলিম দেশের স্বাধীনতাকামী গোষ্ঠীর পাশাপাশি তালেবান-আলকায়দা যেসব এলাকায় একের পর এক পশ্চিমা আকাশ আগ্রাসনের মুখে পাহাড়ী পাথুরে পরিবেশে ধ্বংসপ্রাপ্ত হয়ে, না খেয়ে কোন মতে নিজেদের অস্তিত্ব ধরে রাখছিল। সেসব এলাকায় হঠাৎ সুবিশাল বহর নিয়ে আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত আইএস বেরিয়ে এসে বিশ্বব্যাপী তুমুল হৈ চৈ ফেলে দেয়। এরপর অপ্রতিরোধ্য গতিতে এদের মাধ্যমে সিরিয়া-ইরাকের বিপুল এলাকা পতন ঘটতে থাকে। সময়ের ব্যবধানে একের পর এক নারকীয় তান্ডবলীলা আধুনিক হলিউডি স্টাইলে রেকর্ড করে অত্যাধুনিক ভিডিও ফরমেটে ইন্টারনেট মাধ্যমে বিশ্বব্যাপী ছেড়ে দেয় আইএস!


Dec 10, 2015

মানবতা বিরোধী ট্রাইবুনালের সেই বিচারকদের মাধ্যমেই ফাঁসির রায়প্রাপ্ত এক শীর্ষখুনির মুক্তি!

সিনিয়র স্টাফ রিপোর্টার, জাস্টনাউবিডি২৪

ন্তর্জাতিক ভাবে প্রবল সমালোচিত বাংলাদেশের আইসিটি ট্রাইবুনালে ঠুংকো অজুহাতে একের পর এক রাজনীতিবিদের ফাঁসির দন্ড কার্যকর করলেও অন্য একটি আদালতে ট্রাইবুনালের বিচারকদের দেখা গেল ভিন্ন চরিত্রে বিচারকদের একটি রায়ের ফলে বাংলাদেশের কালো তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ৯০ দশকের খুনি জোসেফের মুক্তির ক্ষেত্রে বড় কোন বাধা রইলো না ফলে দূর্বল সাক্ষ্যের ওপর ভিত্তি করে সরকারবিরোধী রাজনীতিকদের ওপর ক্রমাগত মৃত্যুদন্ড কার্যকরের মাঝেই দূর্ধর্ষ খুনির ফাসি মওকুফের প্রক্রিয়াটি গুঞ্জন তুলেছে সর্বোত্র

অবশেষে খুলল ফেসবুক, তবে...

স্টাফ রিপোর্টার, জাস্টনাউবিডি২৪

বিগত মানবতা বিরোধী অপরাধের দন্ড কার্যকরের কথা বলে সরকার এই মাধ্যমটি হঠাতই বন্ধ করে দেয়। এরপর নানান আশংকা ও ক্ষোভের মধ্য দিয়ে তরুনরা পার করেছেন দীর্ঘ অপেক্ষার প্রহর। এক্ষেত্রে ফেসবুক নিয়ে সরকারী কর্মকর্তাদের দ্বিমূখী আচরন ছিলো বিক্ষুব্ধ তরুনদের নিকট বিরক্তিকর বিষয়! ফেসবুক বন্ধ করে দিয়ে সরকারী দ্বায়িত্বশীল মন্ত্রী নিজেরাই বিকল্প পথে ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন নিয়মমিত।


Dec 8, 2015

তিরিশ বছরের পরাধীনতা মেনে শিল্পী হায়দারও অবশেষে পঁচাদের দলে!

নির্মোহ পর্যবেক্ষণ,

 
গানটি অসাধারণ সৃষ্টি, প্রতিটি লাইন বাস্তবতা সাধারণ মানুষের আবেগ, অনুভূতি, চিন্তা-ভাবনা কেন্দ্র করে রচনা হয়েছে ২০০১ শিল্পী হায়দার হোসেন কালজয়ী গানটির কথা, সুর কন্ঠ দিয়েছেনগান নিয়ে কোন বিতর্ক নেই, বিতর্ক গানের মানুষটি নিয়ে তিনি নিজেই বিতর্ক সৃষ্টি করলেন, মিথ্যার আশ্রয় নিয়ে



Dec 7, 2015

'গরুভক্ত ভৃত্যের কাজ কারবার'

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪

সীমান্ত পাহারাদার বাহিনীর প্রধান যখন গরু পাচারের সাথে সকল সীমান্ত হত্যার সংযোগ ঘটিয়ে, সীমান্ত ছেড়ে দেশের অভ্যন্তরে মোতায়েন হবার রাজনৈতিক দ্বায়িত্ব দেখিয়ে দেন, তখন সশস্ত্র এ নেতার পেছনে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ের বৈধ কোন কারন থাকতে পারেনা। দ্বায়িত্ব গ্রহণের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে গতকাল (৬ ডিসেম্বর ২০১৫) রাজধানীতে অবস্থিত বিজিবি হেডকোয়ার্টার পিলখায় সংবাদ সম্মেলন করে এ নেতা বললেন, 'গরু পাচার বন্ধ হলেই সীমান্ত হত্যাও বন্ধ হবে'। খোদ বাংলাদেশী সীমান্তরক্ষী প্রধান 'পশু লেনদেনের দামে' যখন সীমান্তের নিয়মিত গণহত্যার বৈধতা মূল্যায়ন করেন, তখন তাকে আরএসএস এর বাংলাদেশী মুখপাত্র হিসেবেও দেখা যায়। দ্বায়িত্বের পাইকারী বাজারে ঢুকে এই যখন তার অবস্থান, তখন কেবল রাজনৈতিক নেতা, আরএসএস মুখপাত্রতেই সীমাবদ্ধ থাকবেন কেন? সাথে সাম্রাজ্যবাদী ইন্ডিয়ান দূতালীও করে দিলেন পোষাকী এই সীমান্ত দারোয়ান।

দালালীর তো সীমা থাকে, তিন তিনটা বৎসর একটা বাহিনীর প্রধান থাকার আহ্লাদী অতিসহ্যে দালালীর মাত্রাও ছাড়িয়ে গেল এদিন।

Dec 5, 2015

‘আওয়ামীলীগ যে মিডিয়ায় ভালো ইয়াজুজ মাজুজ সেই মিডিয়ায় পয়গম্বরের দল’

কল্পনা মুখার্জীর বোধকল্প,
জাস্টনাউবিডি২৪

'আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইবুনাল' কী চমৎকার নাম! যুদ্ধাপরাধীর বিচারের অঙ্গীকার করে ক্ষমতা লাভের পর, অপরাধের বিচার প্রশ্নে আরোও ব্যাপকতর সংযোজন প্রশংসার দাবি রাখে বটে। এখন শুধু যুদ্ধাপরাধ নয়, সকল মানবতা বিরোধী অপরাধ গন্য হবে। কিন্তু আন্তর্জাতিক মানদন্ড? যথার্থ বিচার? ন্যায় প্রতীষ্ঠা? এই উপাদান গুলো একে একে ভূলুন্ঠিত হয়ে বিচার বিস্তৃতির উল্টোযাত্রায় এখন অবিচারের বিস্তৃতি পরিগ্রহ করেছে। বিখ্যাত পিজি হাসপাতালে বহু কাল থেকে মানুষ আসে দুদন্ড সস্থি লাভের আশায়, জীবন প্রাপ্তির আশায়। সেই পিজি হাসপাতালের গা ঘেঁষে ডাক্তারি ছেড়ে দেয়া প্রধান জল্লাদ তার বাহিনী নিয়ে অনবরত মৃত্যুর বন্দনা করছেন। পুজো দিচ্ছেন, নৃত্য তুলছেন, ভয়ংকর সব সুর ছড়িয়ে দিচ্ছেন বাতাসে! বাংলাদেশের মিডিয়া সেই অন্ধকার জগতে মন্ত্র পড়ছে, অর্চনা করে আসছে। মন্দিরে মানববলির স্থান যেভাবে পুরোহিতের মনে আতংকের বদলে পাশবিক প্রশান্তি জাগায়, বাংলাদেশের মিডিয়া কর্মীদের মনে মৃত্যুর উল্লাস পাশবিক ধ্বনি তোলে। সেই উল্লাস দেশের শতভাগ মানুষের বক্তব্য ঢেকে দিয়ে আত্মভগবান প্রচারে উদ্বুদ্ধ করে।

Dec 4, 2015

উদীময়ান ইউরোপীয় মুসলিম শক্তিকে শাস্তি দিচ্ছে আইএস!

বিশ্লেষণ, জাস্টনাউবিডি২৪
(ফ্রান্সের একটি মসজিদে ফরাসী মুসলিম রমনীগণ নামাজ আদায় করছেন)

ফ্রান্সে চলমান জরুরি অবস্থার অধীনে ১৬০টির মতো মসজিদ বন্ধ করে দিচ্ছে দেশটির সরকার। বর্ণবাদী দৃষ্টিভঙ্গী প্রসারের অভিযোগে এসব মসজিদ বন্ধ করে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন ফ্রান্সের প্রধান ইমামরা। চরমপন্থা প্রচারের অভিযোগে ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে ৩ টি মসজিদ। বন্ধের প্রক্রিয়ায় থাকা মসজিদ গুলোর একজন ইমাম জানাচ্ছিলেন, সর্বমোট ১০০-১৬০ মসজিদ বন্ধ করার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে তাদের জানানো হয়েছে। এই প্রথম কোন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে দেশটিতে ব্যবস্থা নিতে দেখা গেল। 'প্যারিস হামলার পর সে দেশের মুসলিমরা নজিরবিহীন সমস্যায় নিপতিত হবেন', চলমান ঘটনাগুলোই সে আশংকার বহিপ্রকাশ। (আলজাজিরা, ইনকিলাব)

ঘটনার রাতেই প্যারেসে অবস্থিত বৃহত্তম উদবাস্তু শিবিরে অগ্নিসংযোগ করে স্থানীয় মানুষেরা। তারা একে প্যারিস হামলার তাৎক্ষনিক জবাব হিসেবে বিবেচনা করেছে। জানা যায়, বৃহৎ এই উদবাস্তু শিবিরটি বিশেষত সিরিয়া হতে আসা উদবাস্তুরা মাথা গোঁজার ঠাই করেছিলেন। সাথে ছিলেন বিপুল সংখ্যক আফ্রিকান মুসলিম উদবাস্তু।

Dec 2, 2015

সাকা-মুজাহিদ প্রাণভিক্ষা বিতর্কের অবসান, কারাচিঠিই সব প্রশ্নের জবাব

জাস্টনাউবিডি২৪ অনুষন্ধান,

চিঠি যে এক গুরুত্বপূর্ণ দলিল, এই আধুনিক জামানায় এসেও তার প্রমাণ মিলল। প্রাণভিক্ষা প্রমাণে অপরিহার্য দুটি কাগজ, যা রাষ্ট্রপতি বরাবর দন্ডপ্রাপ্তের লেখা নিছকই সাধারন চিঠি ছিলো, সেটি যখন প্রকাশে অপারগ সরকার। তখন'প্রকাশ অযোগ্য' সে চিঠির বিকল্প হয়ে উঠল কারা কর্তৃপক্ষের লেখা সরকারী আরেক চিঠি! যেন, প্রাণভিক্ষা নিয়ে সরকার বনাম জনতার মাঝে চলে আসা এতদিনকার বিতর্ক, জল্পনা-কল্পনার সব কিছু হঠাৎই উবে গেল। দন্ডপ্রাপ্ত প্রভাবশালী বিরোধী রাজনীতিক আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের পরিবার হতে প্রকাশ পাওয়া শেষ স্বাক্ষাতের চিঠিই হয়ে উঠল বহু প্রশ্নের 'একজবাব'। সেই জবাব অনুসন্ধানে জাস্টনাউবিডি২৪ এর বিশ্লেষণ পাঠকের জন্য উন্মুক্ত করা হল।

Dec 1, 2015

ফেসবুক ইস্যুতে তরুনদের পক্ষ থেকে অনলাইনেই আন্তর্জাতিক পিটিশন দায়ের!

স্যোসাল মিডিয়া প্রতিনিধি, 
জাস্টনাউবিডি২৪
(এবার অনলাইনেই সরকার বিরোধী পিটিশন দায়ের করেছে বাংলাদেশী হাজারো তরুন!)

বাংলাদেশের জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করে দেয়ায় বিক্ষুব্ধ তরুন প্রজন্ম প্রতিবাদ করলেও সরকার অনড় অবস্থানে রয়েছে। পাশাপাশি সরকার তরফে ফেসবুক কর্তৃপক্ষের সাথে 'ব্যাক্তিগত তথ্যের গোপনীয়তা ভঙ্গ করবে' এমন একটি বিতর্কিত চুক্তির উদ্যোগ নেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী বিষয়টি জানানোর পর থেকেই ব্যাক্তিগত নিরাপত্তা নিয়ে হতাসা প্রকাশ করছিলেন তরুনরা। সেই জেরেই আজ বেলা ১ টার দিকে change.org নামক বিশ্বব্যাপী জনপ্রিয় অনলাইন পিটিশন সাইটে একটি পিটিশন দায়ের করা হল। "বাংলাদেশ সরকারের কাছে কোন তথ্য সরবরাহ করনা' শিরোনামে 'বাংলাদেশের মানবাধিকার একটিভিস্ট' পরিচয়ে একটি পিটিশন এরেঞ্জ করা হয়েছে। অনলাইনে দশ হাজার মানুষ এই পিটিশন সমর্থন করলেই, এটি ফেসবুকের চিফ এক্সিকিউটিভ মার্ক জাকারবার্গ বরাবর পাঠিয়ে দেবে বলে জানাচ্ছে change.org নামক পিটিশন সাইটটি।