বিদায়ী ভারতীয় কুটনীতিক পঙ্কজ শরণ বলেছেন '৫ জানুয়ারীর নির্বাচন ছিলো আবশ্যক। এটি ছিলো বাংলাদেশের সাংবিধানিক বাধ্যবাধকতা'।
গত ১২ ডিসেম্বর সাংবাদিক সম্মেলন করে বিদায়ী রাষ্ট্রদূতের মাধ্যমে ব্রিফিং করে ঢাকাস্থ ভারতীয় দূতাবাস।
৫ জানুয়ারী অনুষ্ঠিত নির্বাচনটি দেশে-বিদেশে ব্যাপক ভাবে অগ্রহণযোগ্য হয়ে পড়ে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত এ নির্বাচনের পক্ষে অবস্থান ভারতের।
বর্তমানে পশ্চিমা দাতা দেশগুলোর মধ্যস্ততায় মধ্যবর্তী নির্বাচন নিয়ে আড়ালে কানাঘুষা চলছে। নির্দলীয় সরকার ব্যবস্থা বিলোপ করে আওয়ামীলীগ সরকার নিজেদের অধীনে নির্বাচন পরিচালনার ভার তুলে নেয়ায় এই নির্বাচন দেশজুড়ে ব্যাপক বয়কটের মুখে পড়ে।
৫ জানুয়ারী নির্বাচনের দিন ৩-৫ শতাংশ ভোট গণনার কথা শোনা যায়। যদিও সরকারের অধীনে থাকা নির্বাচন কমিশন কর্তৃক পরবর্তীতে এই হিসাবকে বাড়িয়ে প্রচার করার অভিযোগ রয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, 'বাংলাদেশের ইতিহাসে আনুষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে গণতন্ত্রের অধঃপতন আগে কখনও হয়নি'।
মূলত ভারত এই নির্বাচনের পক্ষে আন্তর্জাতিক লবিং করে যাওয়ায় বাংলাদেশে আওয়ামীলীগ সফলতা পেয়েছে বলে অভিযোগ।
ভারত একে 'গণতন্ত্রের উন্নয়ন' হিসেবে আখ্যা দেয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে বিদায় লগ্নে 'অন্যান্য খাতেও' সহায়তা বিস্তৃত করার 'আশ্বাস' শুনালেন ৫ জানুয়ারী নির্বাচনের অন্যতম এই কারিগর।
এসব উন্নয়নে সব ধরনের সহায়তার জন্য তার সরকার প্রস্তুত রয়েছে বলেও জানান পঙ্কজ শরণ।
বাংলাদেশ থেকে বিদায় নেয়ার পর ভারতের টপ প্রায়োরিটি কুটনৈতিক কান্ট্রি রাশিয়ার পরবর্তী কুটনীতিক হিসেবে অতি সম্মানজনক পদন্নোতি পেলেন তিনি!
ভারতের পক্ষে বিপুল সম্মান অর্জনকারী এই কুটনীতিক বাংলাদেশ প্রশ্নে ভারতের অভিন্ন নীতির কথাও জানিয়ে দিলেন এদিন। 'ভারতে বিজেপি সরকার ক্ষমতা লাভের পর বাংলাদেশের ব্যাপারে ভারতের নীতিতে কোন পরিবর্তন হয়নি' স্পষ্ট করেন পঙ্কজ।
বাংলাদেশ প্রশ্নে রাষ্ট্রীয় ভাবে ইন্ডিয়ার অপরিবর্তিত অবস্থানের বিষয়টি আবারও পরিস্কার হল।
বিগত তিন বছর ঢাকায় দ্বায়িত্ব পালন করে আসছিলেন সফল এ ভারতীয় কূটনীতিক।
জাস্টনাউবিডি২৪
মুশরিকরা মুসলমানদের শত্রু, আল্লাহ আগেই আমাদের সাবধান করে রেখেছেন।
ReplyDeleteএরপরেও আমরা কেন বারবার ভুল করি?
thik bolsen vai
Deleteপাকিস্তান নয় মুসলিমদের বিরুদ্ধে ইন্ডিয়ার যুদ্ধ।
ReplyDeleteআমাদেরকেই সাবধান হওয়া উচিৎ। রাজনীতির কারনে আমরা কত নিচু হয়ে গেছি। সব দলকেই ভাবা উচিৎ
ReplyDelete