জাস্টনাউবিডি২৪ প্রতিবেদন,
গত ১৬ ডিসেম্বর চট্টগ্রামে ছাত্রলীগ আয়োজিত শিবির বিরোধী 'মুক্তিযুদ্ধের' সময় অস্ত্র নিয়ে অন্তর্কলহের ভাইরাল দৃশ্যটির ভিডিও আমাদের হাতে পৌঁছেছে।
একই সাথে, ঐতিহ্যবাদী চট্টগ্রাম কলেজের শেরে বাংলা হলে পুলিশের অভিযানের দৃশ্য। ঘটনার একপর্যায়ে ঐ হলের সম্মানিত তত্ত্বাবধায়ককে ঐ 'মুক্তিযুদ্ধ ভিত্তিক সংগঠনের' পক্ষ থেকে 'সম্মানজনক ব্যবহার' করা হয়!
-'এইখানে কে থাকে জানেন না? শিবিরের সভাপতি থাকে জানেন না মিয়া?... তত্ত্বাবধায়ক মারান!'
ছাত্র পরিচয় দেয়া ব্যাক্তির নিকট থেকে এমন ব্যবহার পেয়ে নিজের সিনিয়র শিক্ষককে দেখিয়ে দেন তত্ত্বাবধায়ক। উপর্যুপরি পুলিশি প্রহরায় থাকা অচেনা ছাত্র নামধারী সন্ত্রাসীর সামনে এসে সিনিয়র শিক্ষকও চুপসে দাঁড়িয়ে যান...!
'মুক্তিযুদ্ধের' প্রথম পর্বে চট্টগ্রাম কলেজের পিয়ন মফিজ উদ্দীনের সর্বস্ব লুটের পর দ্বিতীয় পর্বে দেখুন শিক্ষদের সম্মান লুটের বিরল দৃশ্য।
জাস্টনাউবিডি২৪
এই ছেলে গুলোকে কারা জন্ম দিয়েছে? তাদের মুখগুলো দেখার খুব ইচ্ছা হচ্ছে।
ReplyDeleteএদের বিচার হওয়া উচিত
ReplyDelete